সফটওয়্যার কি, সফটওয়্যার এর কাজ কি এবং সফটওয়্যার কত প্রকার ও কি কি |
সফটওয়্যার কি?
সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল।
সফটওয়্যার হল মূলতঃ একত্রিত করা কিছু নির্দেশাবলী যা হার্ডওয়ারকে বলে দেয়, কি করতে হবে, কিভাবে করতে হবে। আর সফটওয়্যার এর নির্দেশ অনুযায়ী হার্ডওয়ার প্রয়োজনীয় কাজ করে কম্পিউটারকে efficiently কাজ করতে সাহায্য করে। । মূলতঃ সফটওয়্যার বলতে অনেকগুলো জিনিস কে একসঙ্গে বোঝাই।
কম্পিউটারে বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে। তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা প্রতিদিন প্রয়োজন । যেমনঃ অফিস ট্যুলস অ্যাপলিকেশন, মাইক্রোসফট অফিস ট্যুলস ইত্যাদি। তাছাড়া, সফটওয়্যার এর মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য ভান্ডার , ডাটাবেজ ও প্রেজন্টেশন ইত্যাদি তৈরি করা যায় ।
সফটওয়্যার এর কাজ কি
সফটওয়্যার এর গুরুত্ব
সফটওয়্যার কত প্রকার ও কি কি
কম্পিউটার সফটওয়্যার প্রধানত ৩ প্রকার । যথাঃ
১। সিস্টেম সফটওয়্যার
২। এপ্লিকেশন সফটওয়্যার
৩। প্রোগ্রামিং সফটওয়্যার
হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সম্পর্ক
কম্পিউটার সিস্টেমকে সঠিকভাবে কাজ করার জন্য তার মধ্যে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলিকে একে অপরের সাথে মিলে মিশে কাজ করতে হবে। তা না হলে সেই
কম্পিউটারটি কখনই সঠিকভাবে কোন কাজ করতে পারবে না। যদি কোন কম্পিউটারের সফটওয়্যার পরিবর্তন করে দেওয়া হয়া তাহলে কম্পিউটারের সিস্টেমে থাকা হার্ডওয়ার অন্যরকম কাজ করতে সক্ষম হবে।
তাই বলা যায় কম্পিউটারের সিস্টেমে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের উপযোগী হওয়া অত্যন্ত অপরিহার্য।
শেষ কথা
তাই আশা করছি, ''সফটওয়্যার কি, সফটওয়্যার এর কাজ কি এবং সফটওয়্যার কত প্রকার ও কি কি'' নিয়ে লিখা এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে।
0 মন্তব্যসমূহ