Ticker

6/recent/ticker-posts

দশ দিকের নাম | দিক কয়টি | দিকের নাম ইংরেজিতে

    দশ দিকের নাম | দিক কয়টি | দিকের নাম ইংরেজিতে- আমরা অধিকাংশ মানুষ সাধারণত চারটি দিক সম্পর্কে জানি কিন্তু অন্যান্য দিক সম্পর্কে অবগত নই। অনেকেই সবগুলি দিক সম্পর্কে জানতে নাম। আপনি যদি বিভিন্ন দিক এর নাম জানতে চান তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য। আজকের পোষ্টে আমরা আলোচনা করব দিক কয়টি, দিকের নাম বাংলায়, দিকের নাম ইংরেজীতে, দিকের ছবি ইত্যাদি বিষয়ে। তো চলুন শুরু করা যাক-

    দশ দিকের নাম | দিক কয়টি | দিকের নাম ইংরেজিতে

    দশ দিকের নাম | দিক কয়টি | দিকের নাম ইংরেজিতে
    দশ দিকের নাম | দিক কয়টি | দিকের নাম ইংরেজিতে

    দিক কয়টি ও কি কি?

    দিক প্রধানত ৪টি। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। যে দিক গুলির নাম আমরা সকলেই জানি। এছাড়া আরও ৬টি দিক আছে যে দিকগুলোর নাম আমরা অনেকেই জানি না । তাহলে মোট দিক হলো ১০টি যেগুলোর নাম আমরা নিচে ধারাবাহিকভাবে আলোচনা করব।

    দশ দিকের নাম বাংলায়। দিক কয়টি

    আমরা সাধারণত পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারটি দিকের নাম সকলেই কম বেশি জানি। কিন্তু এছাড়াও আরও যে দিক গুলি রয়েছে সেগুলোর নাম অনেক ব্যক্তি জানেন না। তাদের জানার জন্য দশটি দিকের নাম বাংলায় একত্রে দেওয়া হলো।

    পূর্ব
    পশ্চিম
    উত্তর
    দক্ষিণ
    ঈশাণ
    অগ্নি
    নৈঋত
    বায়ু
    উর্দ্ধ
    অধঃ

    ১০ দিকের নাম ইংরেজিতে

    অনেকেই দশটি দিকের নাম ইংরেজিতে জানেন না বা জানলেও হয়তো এই মূহুর্তে মনে পড়তেছে না তাদের জন্য দশ দিকের নাম ইংরেজিতে নিচে দেওয়া হল। ইংরেজি দিক গুলি হলো –

    East
    West
    North
    South
    North-East
    South-East
    South-West
    North-West
    Upward
    Downward
    আশা করি ১০ দিকের নাম ইংরেজীতে জানতে পেরেছেন।

    দশ দিকের নাম বাংলায় এবং ইংরেজিতে একত্রে

    দশ দিকের নাম পৃথক পৃথক ভাবে বাংলায় এবং ইংরেজীতে ইতিপূর্বে আমরা জেনেছি। এখন আমরা দশ দিকের নাম বাংলায় এবং ইংরেজীতে একত্রে উল্লেখ করছি যাতে আপনারা ইংরেজী ও বাংলায় বিভিন্ন দিকের নাম আরো ভালোভাবে জানতে পারেন

    পূর্ব – East
    পশ্চিম – West
    উত্তর – North
    দক্ষিণ – South
    উত্তর-পূর্ব বা ঈশাণ – North-East
    দক্ষিণ-পূর্ব বা অগ্নি – South-East
    দক্ষিণ-পশ্চিম বা নৈঋত – South-West
    উত্তর-পশ্চিম বা বায়ু – North-West
    আকাশ বা উর্দ্ধ – Upward
    পাতাল বা অধঃ – Downward

    দশ দিকের ছবি

    এই ছবিটি থেকে আপনি কোন দিকে, কোন দিক হয় এই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

    দশ দিকের ছবি
    দশ দিকের ছবি

    দশ দিকের নাম ইংরেজিতে সম্পর্কে শেষ কথা

    আশাকরি উপরের আলোচনা থেকে দশ দিকের নাম বাংলায় ও ইংরেজিতে জেনে গেছেন। যদি এখনো এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

    আরও পড়ুন-

    গুগল ম্যাপ কিভাবে ব্যবহার করতে হয়

    দিক চেনার উপায়

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ