টেকনোলজির ব্যাপারে একটু ইন্টারেস্টেড ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই ডেটাবেজ শব্দটার সঙ্গে কম বেশি পরিচিত কিন্ত ডাটাবেস সম্পর্কে বিশদে অনেক কিছুই আমরা জানি না। তাই আমরা আজকের আর্টিকেলে ডাটাবেজ সম্পর্কে বেসিক কিছু জিনিস সম্পর্কে লেখালেখি করব। আজকের পোষ্টের উল্লেখযোগ্য বিষয় হলো- ডাটাবেজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি? ডাটাবেজ এর কাজ কি? ইত্যাদি।
ডাটাবেজ কি
একটি ডেটাবেস হলো একটি কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত ডেটা বা রেকর্ডগুলির একটি কাঠামোগত সংগ্রহ। এই কাঠামোটি ডেটা মডেল অনুসারে ডেটা সাজিয়ে অর্জন করা হয়। বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত ডেটা মডেল হলো সম্পর্কিক বা রিলেশনাল মডেল।
ডাটাবেজ কি ডাটাবেজ কত প্রকার ও কি কি ডাটাবেজ এর কাজ কি |
ডাটাবেজ কত প্রকার ও কি কি?
ব্যবহারের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ডাটাবেজকে নিন্ম লিখিতভাবে ভাগ করা হয়েছে।
ডাটাবেজ এর কাজ কি?
=> ডাটাবেসের ডাটা প্রসেস এর মাধ্যমে আমরা জানতে পারি নির্দিষ্ট ডাটাগুলি কি প্রকৃতির ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে।
=> ডাটাবেজ গুলিকে বিভিন্ন হিসেব-নিকেশ এর কাজে ব্যবহার করা হয়। যেমনঃ বার্ষিক রিপোর্ট, বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণ ইত্যাদি।
শেষ কথা
পরিশেষে বলতে পারি ইন্টারনেটের পরিধি দিন দিন যত বাড়ছে , ব্যবহারকারীর ডাটাও বহুগুন বৃদ্ধি পাচ্ছে তাই ডাটা জমা রাখতে ডাটাবেসের দরকার পড়ছে। আগামীতে হার্ডডিক্সে ডাটা সেভ ছাড়াও অনলাইন ডাটাবেসের এর চাহিদা উওর উওর বৃদ্ধি পাবে বলে ধারনা করা যায়।
আরও পড়ুন : Ram কি এবং Ram এর কাজ কি?
0 মন্তব্যসমূহ