Ticker

6/recent/ticker-posts

দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়

    দাঁতের ব্যাথা বলে কয়ে আসে না। হঠাৎ দাঁতে ব্যথা শুরু হলে আমরা দিশেহারা হয়ে ওষুধ খুঁজি। কিন্তু কিছু উপায় জানা থাকলে কয়েক মিনিটেই দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

    দাঁত ব্যথা কমানোর জাদুকরি উপায়

    আসুন জেনে নিই দাঁত ব্যথা কমানোর জাদুকরি কৌশলগুলো


    এক. দুটি লবঙ্গ গুঁড়ো করে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দাঁতে লাগান। অথবা দুটি লবঙ্গ চিবিয়ে বেদনাদায়ক স্থানে জিভ দিয়ে চাপ দিন।

    দুই. রসুনের একটি কোয়া পিষে তাতে সামান্য লবণ মিশিয়ে দাঁতে লাগান। বেশি ব্যথা হলে এক কোয়া রসুন চিবিয়ে খান।

    তিন. লবণ ও গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। কয়েক মিনিট দাঁতে লাগিয়ে রাখুন। ব্যথা কমে গেলেও কয়েকদিন এটি করুন।

    চার. এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবিয়ে খান। যদি বেশি ঝাঁজ লাগে তাহলে পেঁয়াজ পিষে দাঁতে চেপে রাখলে আরাম পাওয়া যায়।

    পাঁচ. আধা চা চামচ হিং গুঁড়োর সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দাঁতে লাগান। ব্যথা দুই মিনিটের মধ্যে শেষ।

    ছয়. দাঁত, মাড়ি, গলার ব্যথা কমাতে লবণ পানি খুব ভালো কাজ করে। এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে গার্গল করুন।

    সাত. পেয়ারা পাতা দাঁতের ব্যথায় খুবই উপকারী। দুটি পেয়ারা পাতা চিবিয়ে দাঁতের ব্যথায় চাপ দিন। আরাম পাবেন।

    আট. তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে দাঁতে চেপে ধরে রাখুন।

    না। দূর্বা ঘাসের রস দাঁতের ব্যথা কমাতে পারে। এটি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।

    দশ. শেষ অবলম্বন হল বরফ। আপনার কাছে যদি কিছু না থাকে তবে শুধু বরফ কৌশলটি অবলম্বন করুন। এক টুকরো বরফ তুলা বা কাপড়ে মুড়িয়ে দাঁতে চেপে দিন, ব্যথা কমে যাবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ